সাঁথিয়ায় ইঞ্জিনিয়ার শাহিনের ব্যক্তি উদ্যোগে করোনায় কর্মহীনদের ঈদ উপহার সামগ্রী বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের
একজন হৈতেষী যুবক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সদর দপ্তর এ (ঢাকা) কর্মরত ও ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ লুৎফর রহমান মাষ্টারের ছোট ছেলে ইঞ্জিনিয়ার শাহিন এর নিজ উদ্যোগে ১১০টি কর্মহীন পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঈদসামগ্রী বিতরন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ীতে নিজ গ্রামের খেটে খাওয়া করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বেকার অসহায় দুস্থদের ১১০টি পরিবারের মাঝে (৯ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ প্যাকেট সেমাই) ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বি.আলোক দিয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ হামিদ মাষ্টার, সাঁিথিয়া সরকারী কলেজের প্রভাষক আঃ মমিন মুক্তি, এলজিইডি এর নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ কামরুল হোসেন, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আমার বাড়ী আমার খামার প্রকল্পের মোঃ মনছুর আলী, এলাকার মানিক হোসেন মাষ্টার, মোশারফ, হান্নান, শহিদুল ইসলাম, সোহানুর রহমান, জনি মিয়া, মামুন হোসেন, রাকিবুল, মইন, মমিন, খায়রুল, রানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উলে-খ্য ইঞ্জিনিয়ার শাহিন এর আগেও কর্মহীন ১০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। তিনি আরো জানান যদি এমন অবস্থা চলতে থাকে তবে তার এলাকর
বেকারদের মাঝে আবারো ত্রান দিয়ে তাদের সহযোগিতা করেবেন যেন তারা প্রয়োজনের তাগিদে
অন্যায় পথে পা না বাড়ায়।