নাটোরের বড়াইগ্রামে ঈদুল ফিতরকে সামনে রেখে করোনায় কর্মহীন ১২শ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা
চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শুক্রবার দুপুরে বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্সটিটিউট, হারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সরদারপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয়
কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বনপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, বোরহান উদ্দিন ও নজরুল ইসলাম, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ এবং মুক্তিযোদ্ধা আবুল খায়ের উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, সবাইকে করোনাভাইরাস বিষয়ে সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা দল-মত নির্বিশেষে সবার জন্য রাষ্ট্রীয় ত্রাণ দিয়েছেন। এ ত্রাণ যদি সকলের কাছে ঠিকমত পৌঁছে দেয়া না হয়, তাহলে তাহলে রোজ কিয়ামতে এবং এই দুনিয়াতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের হিসাব দিতে হবে।