রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় আক্রান্ত অসহায় মানুষের
সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষকে যে সেবা সরকার দিচ্ছে সেটা স্বর্গীয় সেবা। সরকারের আর্থিক সহযোগীতাই প্রমান করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রত্যেক জেলা ও
উপজেলায় করোনা চিকিৎসা হাসপাতাল স্থাপন, চিকিৎসা সেবা, জন সচেতনতা বৃদ্ধিসহ ব্যাপক কর্মসুচী নিয়েছে। করোনায় মানুষের
যাতে কোন প্রকার সমস্যা না থাকে সে ব্যবস্থা সরকার করছে। সরকারের
পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।
বুধবার পাবনা নুরপুর ডাক বাংলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার
হিসেবে করোনা সমস্যায় উপার্জন না থাকা অসহায় শ্রমজীবী,
খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাবনা জেলা
পরিষদে পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. কানিজ ফাতেমা পুতুলের
সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও
কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৯টি
উপজেলার ৬ হাজার দুস্থ পরিবারের মধ্যে অসহায় মানুষদের মাঝে
সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।