সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া হাসপাতালের ৬ জন স্টাফসহ ৭জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩জন নার্স, ১জন স্যাকমো, ১জন
সিএফসিপি, ১জন এমটি ল্যাব ও অপরজন হাসপাতাল স্টাফের ১মেয়ে।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা: মামুন আব্দুল্লাহ জানান, ১০মে সাঁথিয়া থেকে ৪৩ জনের রক্তের
নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল। মঙ্গলবার বিকেলে নমুনা রিপোর্টে সাত জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ৯মে
সাঁথিয়া হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান আব্দল কাদেরের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর পরই হাসপাতাল এ সকল স্টাফদের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়।
এ সংবাদে ঐ দিনই উপজেলা প্রশাসন বাড়িগুলো সম্পূর্ণ লোকজনকে হোম
কোয়ারেন্টাইনে রাখে এবং লকডাউন ঘোষনা করেন। এ নিয়ে সাঁথিয়ায়
মোট ৯ জনের মধ্যে করোনা শনাক্ত করা হলো।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, আমরা
করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িগুলো লকডাউন ঘোষনা করেছি। এসময় উপস্থিত
ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ
কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত, পুলিশ ও সুধীজন। ওই বাড়ি থেকে কেউ
জরুরী প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। উপজেলা প্রশাসন ঐ
পরিবারকে শুকনা খাবার সরবরাহ করেছেন। ##