বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রতিবেশীর মারধর, নিহত ১

সুজন কুমার,নাটোর

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে কামাল বেপারী নামে একজন নিহত হয়েছে। উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া গ্রামে গতকাল শনিবার রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান জানান, মানিকপুর পশ্চিমপাড়্ গ্রামের কামাল বেপারীর ভাতিজা সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে গান বাজানো হচ্ছিল। গান-বাজনার শব্দে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী এবং দুর সম্পর্কের আত্মীয় মৃত আক্কু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারীসহ কয়েকজন বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কামাল বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। তাদের মারধরে ঘটনাস্থলেই কামাল ব্যাপারীর মৃত্যু হয়।

পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে পলাতক রয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।