সাঁথিয়া প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অনুযায়ী (কেভিট ১৯) করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় বিভিন্ন পেশাজীবী নারী-পুরুষের কাজকর্ম বন্ধ থাকার ফলে, দুর্ভোগে পড়েছে পেশাজীবী কর্মহীন দরিদ্ররা । পেশাজীবীদের কাজকর্ম বন্ধের কারণে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। এমন একটি সময় সাঁথিয়া উপজেলার বিলমহিষার চর গ্রামের সামর্থবানদের অর্থায়নে ও যুবসমাজ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিলমহিষার চর গ্রামের পেশাজীবী কর্মহীন নারী-পুরুষের মাঝে প্রায় ১০০ প্যাকেট খাদ্য সামগ্রি বিতরনের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা শাখার অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ঐ গ্রামের কৃতিসন্তান আব্দুল লতিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আঃ ওহাব মাষ্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মকুল, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল কাশেম, আবু সাইদসহ সুধীজন। প্রতিটি প্যাকেটে ছিল ১০কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ট সাবান এবং ১টি মাস্ক।