সাংবাদিক ফখরে আলম চলে গেলেন না ফেরার দেশে

ইয়ানূর রহমান : দৈনিক কালের কণ্ঠের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি ফখরে আলম
(৬০)চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে
নেয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর হতে প্রকাশিত দৈনিক স্পন্দনের সহকারি সম্পাদক মাহাবুব আলম লাভলু
বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক ফখরে আলম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি
স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন যশোরের চাঁচড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার
নাম শামসুল হুদা। ১৯৯১ সালে আজকের কাগজের যশোর জেলা প্রতিনিধি হিসেবে
সাংবাদিকতা শুরু করেন তিনি।

পরবর্তীতে ভোরের কাগজ, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন পত্রিকায়
কাজ করেছেন। তার ৩২টি বিভিন্ন ধরনের বই রয়েছে।