মান্তাদের নৌকায় নৌকায় ত্রাণ

মান্তাা স¤প্রদায়। তাঁরা নদীতে ভেসে বেড়ায়। নদীতেই বাস। নদীর মাছেই আহার। স¤প্রতি করোনা প্রাদুর্ভাব আর নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। সমাজের এই স¤প্রদায়ের ব্যক্তিরা চরম অবহেলার পাত্র। কেউ খোঁজ রাখে না তাদের। বাউফলের কালাইয়া বগ-বাঁশবাড়িয়া খালে তাদের বসবাস।

আজ বুধবার দুপুরে তাদের মাঝে বাউফল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল হতে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিলেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো.আক্তার জামীল। তিনি মান্তাদের নৌকায় নৌকায় যেয়ে চাল ডাল আলু তেল লবন পৌঁছে দেন। এসময় উপ¯ি’ত ছিলেন বাউফল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা প্রমুখ।

বাউফল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ৩৩টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি তৈল ও ১কেজি লবন বিতরণ করা হয়।