আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ভাষা দিবস পালন

আতাইকুলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২১ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মওলানা হাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করা হয়। পরে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে চিত্রাংক, রচনাসহ ভাষা দিবসের বিভিন্ন প্রতিযোগিতা হয়। ১৯৫২ সালের এদিনের ভাষা আন্দোলনের তাৎপর্য ও শহিদের নিয়ে আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্যদেন সিনিয়র শিক্ষক আঃ রশিদ, মর্জিনা খাতুন,খ ম আক্তারুজ্জামান, এসএম ফিরোজ কামাল, জাহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন বাবু, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ দিনের শহীদদের রুহের মাগফরাত কামনায় দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরন করা হয়।