নাটোর ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিয়ান…১ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় পুরান পাড়া এলাকায় একটি ভেজাল গুড়ের কারখানায় র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ ও গুড় ব্যবাসায়ী আছাদ সোনার কে এক লাখ টাকা জরিমানা করেছে। রবিবার (১১মে) সন্ধ্যায় ৬টার
দিকে কারখানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যা¤েপর ভ্রাম্যমান আদালত।
র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যা¯েপর কো¤পানী কমান্ডার, এএসপি এস, এম,
জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁচকৈড় বাজারের
গুড়ের কারখানায় অভিযান চালায় র‌্যাব। কাপড়ে দেয়া রং, চিনি ও বিভিন্ন কেমিক্যাল
মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরীর উপকরণ জব্দ ও গুড়
ব্যবাসায়ী আছাদ সোনার গ্রেপ্তার করা হয়। পরে আসাদ সোনারকে গুরুদাসপুর
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট তমাল হোসেনের
আদালতে উপস্থিত করা হলে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের অপরাধে এক লাখ টাকা
জরিমানা ও অবশিষ্ট রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।
নাসিম উদ্দীন নাসিম
নাটোর প্রতিনিধি
০১৭৩৭০৬৫৬০৫
১২-০৪-২০২০