করোনা প্রভাবে লক-ডাউন পরিস্থিতির কারনে দিনাজপুর সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী এলাকার মানুষদের মাঝে ২য় পর্যায়ে ত্রাণ বিতরণ করেছে দিনাজপুর বিজিবি ৪২ বিজিবি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় সুবিধাবঞ্চিত ১ হাজার ৮‘শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খাঁন।
আজ সকাল সাড়ে ১০টায় বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও এলাকার চান্দুরিয়া বিওপির চান্দুরিয়া সরকারী প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে দিনাজপুর সেক্টরের সার্বিক তত্বাবধানে ৪২ বিজিবি‘র উদ্যোগে সহ¯্রাধিক মানুষের মাঝে ত্রাণের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ৪২ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম,উপ অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়সহ সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও একইদিন দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও জেলার ১৯টি বিওপি‘র বিভিন্ন এলাকার মানুষের মাঝে ৪২ বিজিবি‘র পক্ষে সীমান্তবর্তী কর্মহীন হওয়া আরো অসহায় ৮ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রান সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১কেজি ছোলা, ২কেজি আটা, ৫০০ গ্রাম সোয়াবিন তেল, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম লবন, ১ প্যাকেট বিস্কুট এবং ১টি সাবান।
উল্লেখ্য,গত ২৯ এপ্রিল দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও জেলার ১৯টি বিওপি‘র সীমান্ত এলাকায় প্রথম পর্যায়ে ১ হাজার ৮শত পরিবারের মাঝে ত্রাণের খাদ্য সহায়তা প্রদান করা হয়।