বিশ্বনাথে স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্তের পর ডাক্তার-নার্স‘সহ কোয়ারেন্টিনে ৭ জন

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স‘সহ ৭ জনকে কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে।রোববার ওই কমপ্লেক্সের কর্মকর্তার করোনাভাইরাস রির্পোট পজেটিভ হওয়ায় বিকেলে ওই ৭ জনকে কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে পরীক্ষার জন্য তাদের নমুনাও সংগ্রহ করা হয়। আর এই পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই ৭ জন ডাক্তার ও নার্স কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।তিনি আরও জানান, নমুনা সংগ্রহ আর চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন স্বাস্থ্য কর্মকর্তা।গত ৪ মে ওই কর্মকর্তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। প্রায় ৬ দিন পর রোববার দুপুরে তার রিপোর্ট পজেটিভ চলে আসে।বর্তমানে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই আইসোলেশনে রয়েছেন। তাই ৪ মে থেকে ১০ মে পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তার সংস্পর্শে থাকা ওই ৭জন ডাক্তার ও নার্সকে কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। তার মধ্যে ৪ জন ডাক্তার ও ৩ জন নার্স রয়েছেন বলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।