ইয়ানূর রহমান : যশোরের উপশহর এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও
মোবাইল ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। আহত
আব্দুর রাজ্জাক বাহাদুরপুর মেহগনিতলা এলাকার মৃত আব্দুল রবের ছেলে।
এঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক।
তিনি জানান, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তিনি নিজ বাড়ি থেকে
যশোর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এমন সময় রাকিব (২৭) নামে এক ব্যক্তি ও তার
সাথে থাকা আরও দুই তিনজন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছথেকে
মোবাইল ছিনিয়ে নেয়। এরপর পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
একপর্যায় তিনি চিৎকার করলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৩৭ হাজার টাকা
ছিনিয়ে নিয়ে সটকে পরে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল
হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন,
বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। ওই এলাকায় অভিযান চলছে।#