রাজশাহীতে উঠেতে শুরু করেছে জৈষ্ঠ্যের রসালো ফল লিচু

মধুমাস জৈষ্ঠ্যে আসার এখনও বাকি এক সপ্তাহ। এরইমধ্যে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাজার গুলোতে এসেছে জৈষ্ঠ্যের রসালো ফল টক টক ভাব লিচু। নতুন ফল, তাই হাঁক-ডাক ছাড়াই বিক্রি হচ্ছে। তবে দাম একটু চড়া। দাম বেশি হওয়ায় নি¤œবিত্তরা এখনও লিচু কেনা শুরু করেননি। তবে উচ্চবিত্তরা অনেকটা শখ করেই ঘরে নিচ্ছেন মৌসুমি এ ফল। বিক্রেতারা জানিয়েছেন, ২৮০ থেকে ৩০০ টাকা দরে প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে। নতুন ফল হিসেবে লিচু পছন্দের তালিকায় প্রথমে থাকলেও দাম বেশির কারণে অনেকে কেনা থেকে বিরত থাকছেন। তবে আর কিছু দিন পর বাজারে বেশি পরিমাণে লিচু উঠলে দাম কমবে বলেও জানিয়েছেন তারা। জানা যায়, গত ২/৩ দিন আগে থেকে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে বিক্রি হতে শুরু করে রসালো ফল দেশি জাতের লিচু। তবে এই লিচু আকারে ছোট, স্বাদেও টক। শুরুর দিকে হওয়ায় এখন বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।প্রতি বছরই এই আগাম লিচু আগে বাজারে আসে। অগ্রিম বাজারে আসায় দামও বাড়তি থাকে। তবে দাম বেশি হলেও রসালো ফল হওয়ার কারণে অনেক মানুষ কেনেন। তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতিতে সব শ্রেণির মানুষ এ ফলটির কাছে ঘেসছেন না। কারণ ইচ্ছা থাকলেও পকেটে টাকা না থাকার কারণে উপায় নেই। এ কারণে এখন খুব কম মানুষ এ ফলটি কিনছেন।