করেনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। শুক্রবার বিকাল ৩টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ের সম্মুখে ৮০টি পরিবার ও মাধবপুর ইউনিয়নে ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, আওয়ামীলীগ নেতা আসিদ আলী, জেলা যুবলীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার প্রমুখ।
উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি’র ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল জানান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর ব্যক্তিগত ও পারিবারীক অর্থায়নে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ৩য় ধাপে মোট ২০০০ পরিবারের মাঝে খাদ্যসামসগ্রী বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে শুক্রবার কমলগঞ্জ উপজেলা থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসুচী শুরু হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজে খবর নিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটা গোপনে খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভায় এক অনুষ্ঠানে কমলগঞ্জ থানা পুলিশ ও প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষার জন্যে পিপিই প্রদান করেন তিনি। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানের হাতে কমলগঞ্জ থানা পুলিশের জন্য ২০টি এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের হাতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের জন্য ১০টি পিপিই প্রদান করেন।