স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বগুড়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে শুক্রবার বিকেলে ৩য় পর্যায়ে নিজস্ব উদ্যোগে শতাধিক কর্মহীন রোজাদার মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতার ও একবেলার খাবার পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতা এবং শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ বিশ^াস।
করোনা দুর্যোগ মোকাবেলায় শুরু থেকে মাঠপর্যায়ে কাজ করে আসা ছাত্রনেতা সবুজ এর আগেও সড়ক ও যানবাহনে জীবানুণাশক স্প্রে করা, সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সর্বশেষ নিজ উদ্যোগে নিরবে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। নিজে সনাতন ধর্মালম্বী হয়েও পবিত্র রমজানে বর্তমানে নিজের উদ্যোগে এবং সমাজের বিভিন্ন মানবিক মানুষের সহযোগিতায় কর্মহীন রোজাদান পরিবারে খাদ্যসহায়তা প্রদানের এই প্রয়াস করে যাচ্ছেন এই তরুণ ছাত্রনেতা। শুক্রবারের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় তার সাথে থেকে সহযোগিতা করেন সমাজসেবক শ্যামল রায়, ছাত্রলীগ কর্মী বিজন দাস, আরিফ, প্রান্ত দাস, সুজন, রাহুল, নিলয়, অবিনাশ, মুগ্ধ, শান্ত দাস প্রমুখ। শুধু তাই নয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারস্বরুপ খাদ্যসামগ্রীর ব্যাগ নিজেদের কাঁধে নিয়ে রাতের আঁধারে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ছাত্রনেতা সবুজের নেতৃত্বে একঝাঁক তরুণ ছাত্রলীগের কর্মীরা পৌঁছে দিয়েছেন মানবিক দায়িত্ববোধের সাথে। করোনা মোকাবেলায় চলমান কার্যক্রম প্রসঙ্গে ছাত্রনেতা সবুজ বিশ^াস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ এবং সামর্থ্য দিয়ে শেষ পর্যন্ত ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাঠে থাকবেন মর্মে জানান তিনি।