দুর্গাপুরে প্রথম একজন করোনা রোগী সনাক্ত

 নেত্রকোনার দুর্গাপুরে প্রথমবারের মতো একজনের করোনা কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। উপজেলার করোনা শনাক্ত হওয়া ব্যক্তি বাকলজোড়া ইউনিয়নের এক যুবক (২৬)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩৩ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ( ৭ মে) পর্যন্ত দুর্গাপুর উপজেলা থেকে মোট ৮০ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছে। তাদের মধ্যে এই প্রথম দুর্গাপুরে  একজনের করোনা পজেটিভ এসেছে। তন্মেধ্যে  ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী ১০জনের রির্পোট আগামী দুইদিনের মধ্যে চলে আসবে।
উপজেলার স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আহসান হাবীব জানান, উপজেলা থেকে বৃহস্পতিবার (৭ মে ) ৮০ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে একজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। সবাই ঘরে থাকুন,নিরাপদে থাকুন,সুস্থ থাকুন।