জুড়ীতে বিকাশ প্রতারক চক্রের ফাঁদে সৌদি প্রবাসীর মা

মশাহিদ আহমদ,মৌলভীবাজার ঃ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের সৌদি প্রবাসী জায়েদ হোসাইন এর ফেইসবুক আইডি ও ইমু নাম্বার হ্যাক করে গুরুতর অসুস্থ উল্লেখ করে তার মা মোছাঃ হাওয়ারুন নেছা এর কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘঠনায় ভুক্তভোগী হাওয়ারুন ঘঠনার বিবরন উল্লেখ করে জুড়ী থানায় সাধারণ ডায়েরী ( নং- ১১২৯,তারিখ ঃ ২৯/০৪/২০২০ইং) করেছেন। ভুক্তভোগী সুত্রে জানা গেছে- জায়েদ হোসাইন এর ফেইসবুক আইডি ও ইমু নাম্বার কে বা কাহারা হ্যাক করে তার মাকে ছেলে অসুস্থ বলিয়া ইমার্জেন্সি ২৫,০০০ হাজার টাকা পাঠাবার কথা বলে। মা – ছেলের অসুস্থতার সংবাদ পেয়ে সাথে সাথেই ২৫ হাজার টাকা উক্ত বিকাশ (নং ০১৮৯৩৯৮৯৯৯৪ করে দেন। পরবর্তীতে যখন তিনি বিকাশ নাম্বারে কল দেন তখন এই নাম্বার বন্ধ দেখায়। প্রতারকের বিকাশ নাম্বার হল