নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নে জমি বিরোধের জের ধরে দুই পক্ষের মুখোমুখি সংষর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকালে ওই ইউনিয়নের সাংসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুল হাকিম (১৬) ওই গ্রামের নিজাম উদ্দিন খাঁ’র ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলজোড়া ইউনিয়নের সাংসা গ্রামের আজমত খাঁ(৪৬) এর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিল একই গ্রামের নাজিম উদ্দিন খাঁ(৪৮) এর সাথে। এ নিয়ে উভয় পক্ষের মামলা-মোকাদ্দমা চলে আসছে। গ্রাম্য সালিশে এসব বিষয় নিয়ে বেশকয়েকবার সূরাহা হলে বেশি দূর টিকেনি। এরই জেরে আজমত খাঁর সাথে নাজিম উদ্দিন খাঁ ছেলের সাথে বাক-বিতন্ডা হয়। পরে উভয়পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের পুত্র হাকিম এর মৃত্যু হয়। গুরুতর আহত হয় হান্নান খাঁ (১৬),মোফাজ্জাল উদ্দিন (৪৫) আব্দুর রহমান(৩৮)। স্থানীয়রা আহতদের সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে কিশোর হাকিম (১৬) এর মৃত্যু নিশ্চিত করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে মৃতের লাশ শনাক্ত করা হয়েছে। ঘটনার রাতে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি আজমত খাঁ (৪৮) (হত্যাকারী), মামলার ৩নং আসামি ফজু খাঁ (৫০), উভয় পিতা- মৃত আমছর খাঁ, মামলার ১১নং আসামি নুর বানু (৪৫), স্বামী- আজিম খাঁ মামলার ১২নং আসামি অজুফা খাতুন (৩৫), স্বামী- শহিদ খাঁ, মামলার ১৩নং আসামি আলেমা খাতুন (৪০), স্বামী- জিলু হোসেন, সর্বসাং- গোপিনাথপুর, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণাদের গ্রেফতার পূর্বক মোট ৫ জন আসামীদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে ।