নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নে জমি বিরোধের জের ধরে দুই পক্ষের মুখোমুখি সংষর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে। আজ রবিবার বেলা আড়াইটার দিকে ওই ইউনিয়নের সাংসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুল হাকিম (১৬) ওই গ্রামের নিজাম উদ্দিন খাঁ’র ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলজোড়া ইউনিয়নের সাংসা গ্রামের আজমত খাঁ(৪৬) এর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিল একই গ্রামের নাজিম উদ্দিন খাঁ(৪৮) এর সাথে। এ নিয়ে উভয় পক্ষের মামলা-মোকাদ্দমা চলে আসছে। ওই জমি বিরোধের জের ধরে আরও ৩-৪ বার মারপিটের ঘটনা ঘটেছে। মারপিট যেন উভয় পক্ষের নেশায় পরিণত হয়েছে। গ্রাম্য সালিশে এসব বিষয় নিয়ে বেশকয়েকবার সূরাহা হলে বেশি দূর টিকেনি। এরই জেরে আজমত খাঁর সাথে নাজিম উদ্দিন খাঁ ছেলের সাথে বাক-বিতন্ডা হয়। পরে উভয়পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের পুত্র হাকিম এর মৃত্যু হয়। গুরুতর আহত হয় হান্নান খাঁ (১৬),মোফাজ্জাল খাঁ (২৮),মিজান খাঁ(৪০), সুলতান খাঁ (৪০)। অপর দিকে আহত হন আজমত খাঁ (৪৬), সাহাব উদ্দিন (৪৫) আব্দুর রহমান(৩৮)। স্থানীয়রা আহতদের সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে কিশোর হাকিম (১৬) এর মৃত্যু নিশ্চিত করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে মৃতের লাশ শনাক্ত করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।