দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ আর্ট স্বপন

নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের উত্তরপাড়া এলাকার স্বপন আর্ট নামীয় প্রতিষ্ঠানের সত্বাধিকারী শ্রী স্বপন চন্দ্র সরকার (৫৫) সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। আজ রবিবার সকাল ১০টার দিকে সোমেশ্বরী নদীর আত্রাখালী ঘাটে এ মর্মান্তিক নিখোঁজের ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম দুই ঘন্টা চেস্টা চালিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর সদরের উত্তরপাড়াস্থ মৃত: কুমুদ চন্দ্র সরকারের পুত্র স্বপন চন্দ্র সরকার। সে পেশার একজন আর্টিস্ট ছিল। প্রতিদিনের মত নদীতে গোসল করতে যায়। সেখানে বাংলা ড্রেজার দিয়ে বালূ উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়। ওই গভীর গর্তের চোরাই বালি নিচে দেবে যাওয়ায় পানির নিচে তলিয়ে যায় স্বপন। পরে নদীতে থাকা প্রতিবেশীর ডাক চিৎকারে স্থানীয়রা দৌড়ে আসে। ফায়ার সার্ভিস টিম খবর পেয়ে ঘটনাস্থলে দুই ঘন্টা চেস্টা চালালেও লাশ খুঁজে পায়নি। পরে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুপুর ১২ টার দিকে নদীতে নেমে পুরো লাশ উদ্ধারের চেস্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও লাশ উদ্ধার করতে পারেনি ওই ডুবুরী দল।