ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের হান্ডওয়ারায় ‘জিম্মি উদ্ধার’ অভিযানে গিয়ে দেশটির সেনাবাহিনীর এক কর্নেল ও এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।
রোববার (৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। এ অভিযানে দুই স্বাধীনতাকামী যোদ্ধাও নিহত হয়েছেন।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে সন্ত্রাসবিরোধী অভিযানটি চালায়। এসময় কয়েকজন বেসামরিক নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয় তারা।
গোপন সূত্রে তারা খবর পায়, হান্ডওয়ারার চাঙ্গিমুল্লা থেকে কয়েকজন বেসামরিক নাগরিককে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। খবর পাওয়ার পর সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যদের নিয়ে একটি দল গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ওই বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয় দলটি। কিন্তু সন্ত্রাসীদের গুলিতে ওই দলের পাঁচজন নিহত হয়।