পাবনায় ৩৫ বিএনসিসি সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারী রুপ নিয়েছে। এর প্রভাব পড়েছে সবুজ শ্যামল ছায়া সু-নিবিড় বাংলাদেশেও। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে নিরাপদ থেকে সমাজ তথা রাষ্ট্রকে রক্ষা করতে গোটা দেশ প্রায় গৃহবন্দি হয়ে গেছে। যার প্রভাবে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষ মানবেতর জীবন যাপন করছে।
করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে পাবনায় ৩৫ বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (০২’মে) বেলা সাড়ে ১১টায় রেজিমেন্ট কমান্ডার, মহাস্থান রেজিমেন্ট এর নির্দেশনা মোতাবেক এবং অধ্যক্ষ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পৃষ্ঠপোষকতায় কলেজের কর্মরত কাজ নাই মুজুরী নাই এমন কর্মচারী, রাধানগর ও নারায়নপুর এলাকার কর্মহীন ও নি¤œ আয়ের ১১০ টি পরিবার এবং ১০জন ক্যাডেটদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা
হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব। ৩৫
বিএনসিসি কোম্পানি কমান্ডার সেকেন্ড লে. মো. আনিছুর রহমান (বিএনসিসিও) এর নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিউও আশরাফুন নাহার, পিউও মো. রোকনুজ্জামান, পিউও মো. জিয়াউর রহমান এবং ৩৫বিএনসিসি
সরকারি এডওয়ার্ড কলেজের ১৬জন ক্যাডেট প্রমুখ।