ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আটকের পর দুপুরের পর পাবনা আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০(৮)২৪ নম্বর মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ এর সভাপতি জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। জামাল ওই ওয়ার্ডের শৈলপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের পুত্র।
থানা পুলিশের অভিযান চলমান থাকবে বলে ওসি জানিয়েছেন।