নাটোর প্রতিনিধি.
করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি মোকাবেলায় ও প্রতিরোধে নাটোর জেলায় দ্বিতীয় দিনের মত চলছে লকডাউন। লকডাউন চলাকালে জেলার সড়ক পথ, নৌ পথ ও আকাশ পথে জেলায় আগমন-বর্হিগমন নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার থেকে সকল ধরনের গণপরিবহন ও দোকানপাট বন্ধ আছে। তবে জরুরী সেবা ও পণ্যবাহী গাড়ী চলাচল করছে । জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট আচরণবিধি প্রতিপালন ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে।
গত তিন দিনে নাটোরে স্বাস্থ্য বিভাগের তিনজনসহ মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। নাটোর জেলাকে করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি মুক্ত রাখতে ও তা প্রতিরোধ করতে জেলাকে লকডাউনের ঘোষনা দেওয়া হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, জনসাধারণকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তক্রমে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।