গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিক্ষুক মুক্ত কর্মূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা ্উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অসহায় ভিক্ষুদের মাঝে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী ও সমাজ কল্যান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। ব্যাটারী চালিত ভ্যানগাড়ী পেয়ে ভিক্ষুকেরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ভিক্ষুক মুক্ত সমাজ গড়ার লক্ষে সমাজ কল্যান মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অধিদপ্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ভিক্ষুকদের তালিকা তৈরী করেন। সেই তালিকা মোতাবেক বৃহস্প্রতিবার উপজেলা চত্বরে বিভিন্ন এলাকার ভিক্ষুকদের ডেকে পাঠান সমাজসেবা অধিদপ্তর। ভিক্ষুকেরা উপস্থিত হলে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী বিতরন করা হয়। অপর দিকে করোনা ভাইরাস প্রতিরোধে সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করেছেন। উপজেলার শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সমাজ কল্যান মন্ত্রনালয়ের বরাদ্দৃত অর্থ গুলো সঠিক ভাবে বিতরণ করা হয়েছে বলে উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে। ভিক্ষুকদের মাঝে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা প্রকৌশলী এলজিইডি’র সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন ভিক্ষুককে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী গুলো তাদের কাছে হস্তান্তর করা হয় । এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রতিবন্ধীদের মাঝে সমাজ কল্যান মন্ত্রনালয়ে অর্থ বিতরণ করা হয়।