মধ্যনগর করোনার ভয় উচ্ছেন্নে সকলেই ব্যস্ত ধান সংগ্রহে হাওরে নামছে কৃষক

এম এ মান্নান
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার হাওর পাড়ের কৃষক কৃষাণি বোরো ফসল ধান গুলায় তুলতে মাঠেঘাটে এখন ব্যস্ত সময় পাড় করছে। দেশে একদিকে ভয়াবহ করোনার ভাইরাসের আক্রমনে রোগীর সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনি দেশজুড়ে করোনার সংক্রমণ বা আক্রমন ঠেকাতে সরকারের লকডাউন অব্যাহত রয়েছে, অন্যদিকে মৌসুমি বোরো ফসলের পাকা ধান গুলায় তুলতে হাওর অনঞ্চলের সকল মানুষ লকডাউন পন্ড করে দিয়ে জীবন যুদ্ধে নেমেছে নারী পুরুষ,ধান কাটা মাড়াই ও ধান শুকানোর কাজে দিনরাত ব্যস্ত সকল শ্রেণির মানুষ। গ্রামে,মহল্লায়,দোকানে,হাওরে বিভিন্ন থানা জেলা থেকে আসা লুকজনের ঝটলা বাধতে  দেখা গেছে, সামাজিক দূরত্বের নিয়মের তোয়াক্কা করছেনা এসব এলাকার মানুষ এসবক্ষেত্রে কারও কোন আদেশ উপদেশও নেই।