বিশ্বনাথে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমদের নেতৃত্বে উপজেলার বিশ্বনাথ বাজার, আমতৈল বাজার ও বৈরাগী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার মনিটরিং করা হয়। বুধবার দিনভর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা,অধিক মূল্যে পণ্য বিক্রি করা ইত্যাদি কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাজারগুলোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা’র নেতৃত্বে একদল পুলিশ ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।