অবৈধ বালু উত্তোলন ও বিক্রি করায় খানসামায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জড়িত থাকার দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় এক জনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর বটতলা বেলান নদী এলাকায় বালুবাহী ট্রাক্টরে বালু উত্তোলনকালে উপজেলার ডাঙ্গাপাড়া ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা ট্রাক্টর চালক সিরাজুল ইসলাম (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ রক্ষায় আইনবহির্ভূত ভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে সবসময় সতর্ক এবং কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।