নাটোর থেকে রাজশাহীতে করোনা পরীক্ষার জন্য পাঠানো ২৮৩ টি নমুনার মধ্যে মাত্র ১৪৪টির ফলাফল পাওয়া গেছে। বাকী ১৩৮টির ফলাফল এখনো পাওয়া যায়নি। তবে ১৪৪টির পরীক্ষার ফলাফল নেগেটিভ।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় গত রবিবার পর্যন্ত পাঠানো ২৮৩ টি নমুনার মধ্যে ১৪৪টির ফলাফল পাওয়া গিয়েছে। ১৩৮টি নমুনার ফলাফল পাওয়া প্রাপ্ত ১৩৮ টি নমুনার ফলাফল নেগেটিভ।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত আমরা ভাল আছি।রাজশাহী ল্যাবে অত্যধিক চাপ থাকায় ফলাফল পেতে একটু দেরী হচ্ছে।দু’একদিন। তিনি নাটোরবাসীকে করোমুক্ত জেরা হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানান।