বকশীগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিত করতে সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত করতে তৃতীয় দিনেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির পদ বঞ্চিত ও সাবেক নেতাদের উপস্থিতিতে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ ফেব্রæয়ারি) বিকালে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশার নেতৃত্বে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান উজ্জল, পৌর বিএনপির সবেক সভাপতি হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল সহ বিভিন্ন ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা ১৮ ফেব্রæয়ারির বিএনপির সম্মেলন স্থগিত করে ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান।
এছাড়াও তারা সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে উপজেলা বিএনপির সভাপতি করার দাবি জানান।