প্রতিবাদী নীরবতা ….

ঘাত প্রতিঘাত জীবনযুদ্ধে
শব্দের ছোড়া বাণ
নীরব থেকে নীরবতায়
প্রতিবাদী অভিমান ।
অ-সম বৃত্তে যাপিত জীবন
বিলুপ্ত সমঝোতা ,
কেউ বাঙ্ময়, শব্দ মুখর
কারো নিশ্চুপ নীরবতা। a