কে আছো ভাই …
দাও কিছু খেতে আমি মরছি খিদের জ্বালায়।
আমি ঘুরে ঘুরে খুঁজি তারে , যে দিয়েছিলো প্রতিশ্রুতি মোরে।
…আমাকে ভোট দিয়ে দাও জিতিয়ে
আমি দেব তোমাদের অন্ন, বস্ত্র, ঘরের ছাদ পিটিয়ে
আর দেব ভালো রাস্তা ও কর্ম।
দেখবো না কো কে পালন করো কোন ধর্ম ।
আমি দেব সুরক্ষা তোমাদের রাস্তায় সকাল সন্ধ্যায় ।
কথা দিচ্ছি আমি, আমি হবো তোমাদের নেতা
লোকসভায় ।
কিন্তু কোথায় নেতা , সে তো দেখি নিরুদ্দেশ ,
নিয়েছিল তো ভোট গড়বো বলে আমার ভারত দেশ।
এ কি দেখছি.. এ কি দেখছি দূরদর্শনে।
কথা চলছে পক্ষে বিপক্ষে দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে।
চলছে মব-লিন্চিং জয় শ্রী রাম বল বা বল আল্লাহ।
নইলে পিটিয়ে তোর হাড় ভাঙবো অথবা মহল্লা ছেড়ে পালা।
খাবার নাই পাতে ,খিদেতে পেটে বেঁধেছি কাপড়।
নেতারা আবার যা করছে তাতে মোদের কানের নিচে লাগবে থাপ্পড় ।
হে নেতাগন , কি করে ভুলে গেলে মোরা যে অসহহ গরীব মানুষ ।
দিয়েছো প্রতিশ্রুতি ভাতের, ফিরিয়ে আনো নিজের হুশ।
তোমারা যে প্লেনে উড়ো খাও এ সির হাওয়া।
সেগুলো সব পাও , কর রূপে আমাদের ই দেওয়া ।আমর ভারত ক্ষুধার্ত ,ধর্ম নয় কর্ম চাই ।
ব্যবস্থা করো তার স্বচ্ছলে মোরা যেন সংসার চালায়।