করোনা পরিস্থিতি নিয়ে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ।
সভায় ডাক্তার আশরাফুজ্জামান জানান, উপজেলায় একজন মাত্র নারী করোনায় আক্রান্ত হয়েছিল। প্রাতিষ্ঠানিক আইসোলুশন সেন্টারে রেখে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দিন রাত নিরালস পরিশ্রম করে ডাক্তার ও নার্সগণ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, উপরের নির্দেশনা মোতাবেক ভবিষতের জন্য সুন্দরগঞ্জ মহিলা কলেজের ভবনটিকে আইসোলুশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে পুলিশ সদস্যদের কঠোর হতে হচ্ছে। সবকিছু বিবেচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উপজেলা নিবার্হী অফিসার জানান, উপজেলায় ১৭০ মেট্রিক টন চাল, ৮ লাখ ৭৫ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ১ লাখ ৯২ হাজার টাকা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া পৌর সভায় ৩৮ মেট্রিক টন চাল ও ১ লাখ ২০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাংসদ শামীম নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ডাক্তারসহ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার জন্য একজন আনসার, পরিছন্নতার জন্য একজন পরিছন্ন কর্মী খন্ডকালিন নিয়োগ দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ভবিষতে ডাক্তারগণের থাকা ও খাওয়ার ব্যবস্থার জন্য একটি বাসাবাড়ি ঠিক করে রাখার পরামর্শ দেন। প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের এক প্রস্তাবে সাংসদ ঘরে বসে থাকা শিক্ষার্থীদের জন্য উপজেলা পর্যায়ে ফেসবুক ও ডিসের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য আন্তরিকতার সহিত সমন্বয় করে সকলকে কাজ করার আহবান জানান।