তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, করোনা ভাইরাস দুর্যোগে অসহায় মানুষদের পাশে আছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আমরা অসহায় মানুষদের কাছে পৌছে দিচ্ছি। সরকার চায় সুষম বন্টন করা, তাহলে খাদ্য ঘাটতি হবেনা। কেউ না খেয়ে থাকবেনা। তিনি আরো বলেন, সিংড়ায় ডিজিটাল কাডের মাধ্যমে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। কোনো অনিয়ম হবেনা। সে জন্য ডিজিটাল কাডের মাধ্যমে আমরা জনগনকে সঠিকভাবে সেবা দিচ্ছি। সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নে ডিজিটালের মাধ্যমে মানবিক সেবা কার্যক্রম অব্যহত থাকবে। প্রতিমন্ত্রীর বিবারসুকাশ ইউনিয়ন ও ডাহিয়া ইউনিয়নের ১১২০ জন অসহায়, কর্মহীন পরিবারকে সহায়তা প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুররহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক হালিম মো: হাসমত, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসম্পাদক জুলহাস কায়েমসহ স্থানীয় ইউপি সদস্য ও নেতৃবৃন্দ।