বগুড়ায় মেশিনে হাত কেটে যাওয়া মুমূর্ষ রোগীকে হাসপাতালে পৌছে দিল র‌্যাব

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার চালিতাবাড়ী এলাকার আপেল হোসেন। কাজ করেন শহরের বিসিক এলাকায় এক মরিচের গুড়া কারখানায়। কাজ করা অবস্থায় শুক্রবার রাতে মেশিনে তার হাত কেটে গেলে গুরুতর জখম ও প্রচুর রক্তক্ষরণ হয়। এই করোনা দুর্যোগে রাত ১১ টায় তখন পুরো শহর তখন মানুষ ও যানবাহন শুন্য । এই মুমূর্ষ অবস্থায় আপেলের সহযোগী রবিউল যখন কোন কূল কিনারা পাচ্ছিলো না তখন বিসিক মোড়ে টহলরত অবস্থায় র‌্যাবের সদস্যদের দেখতে পায়। রবিউল সব ঘটনা জানানোর সাথে সাথে র‌্যাবের সদস্যরা মুমূর্ষ আপেলকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। র‌্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী জানান, র‌্যাব করোনা ভাইরাস সংক্রমনের বিস্তার রোধে জনসাধারনের মধ্যে বিভিন্ন সচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি নিরুপায় জনসাধারনকে চিকিৎসা সেবা পাওয়ার প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের সেবা মূলক কার্যক্রম অব্যবহত থাকবে।