মধ্যনগর করোনার সংক্রমণে রোজার শুরুতে নিত্য প্রোয়জন পণ্যাদির দাম বাড়ছে সরকারের নেই নজরদারী

এম এ মান্নান
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার সবকটি গ্রামে গন্জের ব্যবসায়ীরা করোনার সংক্রমণে ও সরকারের লকডাউনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অভিনব কায়দায় রোজার শুরুতে নিত্য প্রোয়জনীয় পণ্য’র’ দাম বাড়াতে শুরু করেছে। প্রতিকেজি চাউলে বেড়েছে ৪ টাকা, ডাল ৩০ টাকা ,আলু ১০ টাকা, তৈল ২০ টাক , বিড়ি একপেটে ১৫ টাকা , সিগারেট একপেটে ২০ টাকা,  মশলা, শাক সবজি সহ বিভিন্ন পণ্য ছড়া দামে বিক্রি করতে দেখা গেছে। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর ক্ষেত্রে জানতে চাইলে তারা বলে, মহাজনরা আমাদেরকে দাম বেশি ধরেছে এবং যানবাহনে মালের ভাড়া বেশি দিতে হয়েছে। বিভিন্ন মালামাল আনা নেওয়ার সমস্যা দেখিয়ে ছড়া দামে মাল বিক্রির প্রতিযোগীতায় নেমেছে এবং জনসাধারণের পকেটের টাকাকড়ি হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ী মহলের একটি চক্র । অসহায় ক্রেতারা নিরবে ছড়া দামে কিনতে হচ্ছে নিত্য প্রোয়জনীয় পণ্যাদি দেখার মত কেউ নেই, প্রধান মন্ত্রী শেখ হাসনা নির্দেশ করোনার মহামারি ও রমজানে সবধরনের পণ্যের মূল্য সাবাভিক রাখার জন্য প্রশাসনের নজরদারী থাকবে, অথচ এর কোনো প্রতিফলন দেখা যায়না। অসাধু ব্যবসায়ীদের দুর্নীতি বন্দের প্রশাসনের নজরদারী করার এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে ।