নাটোরের গুরুদাসপুরে কৃষকের ধান কেটে দিয়েছে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের কৃষক নজরুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন ও সাধারণ স¤পাদক সুবাশিস কবির সুবাশের নেতৃত্বে প্রায় ১৫ জন নেতাকর্মী সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ধান কর্তন করে। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সালমান শুভ, আহসান রাজিব, নাইম শেখ, রাকিব, মশিউর, ইকবাল,তানজির, তুষার, তারেক, বায়োজিদ, সোহেলসহ আরো অনেকে।স্থানীয় সুত্রে জানাযায়,খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের একজন গরীব কৃষক মোঃ নজরুল ইসলাম। সে দেড় বিঘা জমি বর্গা নিয়েছেন। তার জমিতে ধান কাটার জন্য কোন কৃষক পাচ্ছেন না।তাছারাও করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়ায় পর্যাপ্ত টাকাও তার হাতে নেই। তিনি ঐ গ্রামের বাসিন্দা গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক সালমান শুভ ও দফতর স¤পাদক আহসান রাজিবের মাধ্যমে সভাপতি ও স¤পাদককে অবগত করার পর পরই শুক্রবার সকালে ওই কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।এছাড়াও অন্যান্য জমিতে কাজ করা কৃষকদের মাঝে খাবার স্যালাইন,তরমুজ,ও সাবান বিতরণ করেছেন তারা।