বিশ্বনাথের নিরাজুল ইসলাম চৌধুরী পরিচয় মিলছে না

বিশ্বনাথ প্রতিনিধি :: পরিচয় মিলছে না শারীরিক অসুস্থতা নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক বৃদ্ধের। তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। করোনা সন্দেহে প্রথমে তার নমুনা নেন চিকিৎসকরা। পরীক্ষার পর তারা নিশ্চিত হন তিনি করোনায় আক্রান্ত নন। তবে তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বললেও তার সঠিক পরিচয় সনাক্ত করতে পরেনি কেউ।বৃদ্ধা নিজের নাম নিরাজুল ইসলাম চৌধুরী (৫০) জানিয়ে, তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে তার দেয়া নাম-ঠিকানানুযায়ী খোঁজ নিয়ে তা সঠিক পাওয়া যায়নি। পরে ছবি ও তার দেয়া নাম ঠিকানাসহ ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি দেখে কেউ পরিচয় সনাক্ত করতে পারলে যোগাযোগ করতে বলা হয় ০১৭৫২ ১১৯৭৩৫ মোবাইল নাম্বারে।খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, বৃদ্ধের তথ্য ও ছবি আমার কাছে আসার পর অনেক খোঁজ-খবর নিয়েও তার পরিচয় সনাক্ত করতে পারিনি আমরা।এ বিষয়ে কথা হলে হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডা. রুকন উদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয় থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার সাথে জাতীয় পরিচয়পত্র বা কোন মোবাইল নাম্বার পাওয়া যায়নি। তিনি শুধু জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে তার বাড়ি। এর বেশি কিছু আর বলতে পারছেন না তিনি। আমরা পরীক্ষা করিয়েছি। তিনি করোনায় আক্রান্ত নন। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো আছে বলে তিনি জানান।