পাবনার মেয়ে সংগীত শিল্পী সূচিত্রা পূজার ২৩তম জন্মদিন আজ। গানের জগৎ শুরু হয় উদীচী শিল্পগোষ্ঠীর হাত ধরে। প্রথমে একজন সংস্কৃতি কর্মী তারপর থেকেই পথচলা,গান নিয়ে স্বপ্ন ছোটথেকেই। গান গেয়ে বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম ও দ্বিতীয় হওয়া,পাশাপাশি খেলাধুলা নিয়েও থাকতেন ২০০৭ সাল পর্যন্ত হ্যান্ডবল, ভলিবল,খেলে জেলা,উপজেলা বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে মনোনিত হওয়া। তারপর পাবনা শহীদ সাধন সংগীত কলেজ থেকে সংগীতে পড়াশোনা করে সঙ্গীতে দক্ষতা অর্জন। নিজ কলেজেও সবার সেরা গায়িকা হওয়া, প্রতিযোগীতায় প্রথম হওয়া। সংগীত জগতের এই প্রিয়মুখ বর্তমানে সমাজবিজ্ঞানের উপর অনার্স করছেন ঢাকা ইডেন কলেজে। বর্তমানে স্টেজ শো করার পাশাপাশি থিয়েটার ৭৭ এ একজন সংস্কৃতি কর্মী হিসেবে আছেন। পাবনা জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব রত আছেন এই প্রিয় সংগীত শিল্পী। যাদের রক্তের শিরায় শিরায় গান আর গান বয়ে চলে তাদের মধ্যে একজন হলেন পাবনার মেয়ে সূচিত্রা পূজা। ভবিষ্যতেও গান নিয়ে পথচলার ইচ্ছে প্রকাশ করেছেন।