ইরানের যুদ্ধজাহাজ ধ্বংসের নির্দেশ দিলেন ট্রাম্প

পারস্য উপসাগরে ইরানের যেসব যুদ্ধজাহাজ মার্কিন রণতরীকে উত্যক্ত করছে সেগুলোকে ধ্বংস করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার একটি টুইট বার্তায় ট্রাম্প এ নির্দেশ দেন।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমি মার্কিন নৌবাহিনীকে বলে দিয়েছে ইরানের যুদ্ধ জাহাজগুলোকে গুলি করতে এবং ধ্বংস করতে যদি তারা আমাদের রণতরীগুলোকে উত্যক্ত করে। পরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের পক্ষ থেকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশের খবর নিশ্চিত করা হয়।

পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর টহলের মাত্র ৯ মিটার দূরে অতিরিক্ত গতিতে ইরানি সামরিক যান চলাচল করেছে বলেসম্প্রতি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। কোনো ধরনের উস্কানি ছাড়াই বারবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর টহল দল এ কাজ করেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। যদিও ইরান বলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই তাদেরকে লক্ষ্য করে উস্কানি দেয়া হচ্ছে