দুর্গাপুরে ছাত্রলীগকর্মীরা কৃষকের ধান কেটে দিলো

নেত্রকোনার দুর্গাপুরে সারা দেশের ন্যায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ইউনিয়ন ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকর্মীরা সাতাশি গ্রামের কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ নিয়ে মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা সাতাশি গ্রামের কৃষক রুস্তম আলী ও ফজলুল হকের প্রায় ৯০শতক জমির ধান কেটে দেয়। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে ওই এলাকার কৃষকদের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বলেন, সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিল না, জমিতেই পাকা ধান নষ্ট হতে চলছিল। ছাত্রলীগের ভায়েরা ধান কেটে সাহায্য করায় কৃষকেরা খুবই খুশি। মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। তাঁদের এই সেচ্ছাশ্রম অব্যহত থাকবে বলেও জানান।