নাটোরে নিছক মজা লুটার স্কুল ছাত্রের মিথ্যা প্রচারণা ,আমি করোনায় আক্রান্ত , আমাকে বাঁচান, অবশেষে আটক

নাটোর প্রতিনিধি
এবার সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্র করোনা নিয়ে মিথ্যা প্রচারনায় চালিয়েছে। নিছক মজা লুটার জন্যই সে সরকারের বিভিন্ন পরিসেবা নম্বরে ফোন করে জানান, নিজেকে আব্দুল করিম পরিচয় দিয়ে জানান,তিনি একজন করোনায় আক্রান্ত ব্যক্তি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হতে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে এসেছেন। বর্তমানে শ্বাসকষ্টে ভুগছেন, তার জরুরী চিকিৎসা দরকার ।
জেলা পুলিশের পক্ষ থেকে এরপর আব্দুল করিমকে উদ্ধারে হন্যে হয়ে মাঠে নামে। অপরদিকে নাটোর-২ আসনের সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল উদ্ধারকারী দলসহ তাকে উদ্ধারের চেষ্টা করলে আটক ছেলেটি ৪ বার মিথ্যা ঠিকানা প্রদান করে হয়রানি করে। কোথাও তাকে না পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশের একটি দল নাটোর সদর উপজেলার লক্ষীপুর টলটিলিয়া পাড়া থেকে মোবাইলসহ সুমন নামের সেই ছেলেটিকে সেমাবার সন্ধা সাড়ে সাতটার দিকে আটক করে। আটক সুমন-১৪ একই গ্রামের মোঃ নরীনুরের ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় আটক ছেলেটির মোবাইল সিডিআর পর্যালোচনায় দেখা যায়৬ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত সে সরকারী টোল ফ্রি ৩৩৩ নম্বরে ৩১৬ বার, ১৬২৬৩ নম্বরে ৬৩ বার, ১০৬৫৫নম্বরে ৪০ বার, ১০৯ নম্বরে ৩১ বার এবং ৯৯৯ এ ২৩ বার কল করে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছেন। এরুপ কার্যের ফলে সরকারী স¤পদ ও সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি ভূক্তভোগী জনগণসরকারী গুরুত্বপূর্ণ সেবা হতে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি মিথ্যা তথ্য প্রদান করায় মাঠ পর্যায়ে কর্মরত পুলিশপ্রশাসনসহ দায়িত্বরত অন্যান্য সংস্থা হয়রানির শিকার হচ্ছে। অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে,আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন তারা যেন মোবাইলের অপব্যবহার করে এরুপ বিভ্রান্তমূলক তথ্যপ্রদান না করে।এ বিষয়ে আটক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।