গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি সহায়তায় দুইজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার রিপার হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার রিপারের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে. এম ফরিদুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হারুন-আর রশিদ, পিপিআই সাদেক হোসেন, কৃষক আদুল হান্নান, মিলন মিয়া প্রমূখ। সরকার কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদানের লক্ষে উপজেলা ভিত্তিক কম্বাইন হারভেস্টার রিপার হস্তান্তর করে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের কৃষক মিলন মিয়া একটি ইয়ানমার কম্বাইন হারভেস্টার (এজি-৬০০ এ) গ্রহণ করে। যার দাম ২৯ লাখ ৫০ হাজার। এতে সরকার উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদান করেছে ১৪ লাখ এবং সর্বানন্দ ইউনিয়নের উত্তর বাছহাটী গ্রামের কৃষক আব্দুল হান্নান একটি মিনি ইয়ানমার কম্বাইন হারভেস্টার গ্রহণ করে। যার দাম ১০ লাখ ৫০ হাজার। এতে সরকার উন্নয়ন সহায়তা প্রদান করেছে ৬ লাখ। যন্ত্রপাতি সমূহ সরবরাহ করেন এসিআই মোটর লিমিটেড। এটি সরকারি উন্নয়ন সহায়তায় আওতায় সরবরাহকৃত, হস্তান্তর যোগ্য নয়।