শাহজাদপুর প্রতিনিধি :
শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে।
এসময় সরকারি চাউল ঘরে রাখার দায়ে লিলি বেগম ও দুলালী বেগম নামে দুই নারীকেও আটক করা হয়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ রবিবার রাত ৮টার সময় উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার মোল্লার বাড়ীতে সরকারি ন্যায্য মূল্যের ৪২০ কেজি চাউল এলাকাবাসী আটক করে শাহজাদপুর থানায় খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাউল উদ্ধার করে।
খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বক্কার মোল্লা জানান, উদ্ধারকৃত চাউল ডিলার আলাউদ্দিন আজ রবিবার দুপুরে আমার অবর্তমানে জোরপূর্বক রেখে গেছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ডিলার আলাউদ্দিনসহ বক্কার মোল্লার মেয়ে ও পুত্রবধু লিলি বেগম এবং দুলালী বেগমকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।