তাড়াশে পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ : ৪ বাড়ি লক ডাউন

সিরাজগঞ্জের তাড়াশে রাশেদুল ইসলাম নামের এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ও তার বাড়ি সহ পাশের ৪ বাড়ি লক ডাউন করেছেন উপজেলা প্রসাশন। সোমবার সন্ধ্যায় উপজেলার তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াবদাবাধ পাড়ায় এ লগডাউন করা হয়। রাশেদুল ইসলাম তাড়াশ পশ্চিম ওয়াবদা পাড়ার মোঃ আব্দুল রাজ্জাক এর ছেলে। সে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত আছেন।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন নিশ্চিত করে বলেন, ওই ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক নিজেই তাকে মুঠো ফোনে বলেন “ আজ ক’দিন যাবৎ আমার জ্বর ও সর্দি। দুপুর থেকে শ্বাসকষ্ট হচ্ছে।” বিকেলেই পরিক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে ও প্রশাসনের সহযোগিতায় তার বাড়ি সহ পাশের ৪ বাড়ি লক ডাউন করা হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম সঙ্গে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ও তার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লক ডাউন করা হয়। নমুনা পরীক্ষার শেষে ফলাফল জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।