বিশ্বনাথে ভেন্টিলেটর ক্রয়ের জন্য ৬০ হাজার টাকা অনুদান দিলেন পংকি খান

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপকরণ ‘ভেন্টিলেটর’ ক্রয়ের জন্য নগদ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খানের পারিবারিক ট্রাস্ট ‘হাজী হাছন খান ও হাজী সোনাবান বিবি ট্রাস্টের’ পক্ষ থেকে ওই অনুদান প্রদান করা হয়।রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হাতে ট্রাস্টের পক্ষ থেকে অনুদানের নগদ ৬০ হাজার টাকা তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। ইতিপূর্বে উপজেলায় বাস্তবায়িত সকল উন্নয়নমূলক কর্মকান্ডেও বিশাল অবদান রয়েছে জনতা কাছে ‘খান সাব’ বলে পরিচিতি পাওয়া আলহাজ্ব পংকি খানের।অনুদানের টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, যুক্তরাজ্য প্রবাসী ফারুজ খান, রুহেল আমীন মিজু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, যুবলীগ নেতা সায়েদ আহমদ।এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান বলেন, করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে মানুষ যাতে প্রাপ্য চিকিৎসা সেবাটুকু পান সেজন্যই আমার পিতা-মাতার নামে গঠিত ট্রাস্টের (হাজী হাছন খান ও হাজী সোনাবান বিবি ট্রাস্ট) মাধ্যমে প্রবাসে থাকা আমার ‘ছেলে-মেয়ে, ভাতিজা-ভাতিজি, ভাগ্না-ভাগ্নিরাই’ মানুষের সেবা করতে এগিয়ে এসেছে। আমাদের পরিবারের এসব ছেলে-মেয়েরা যাতে সব-সময় সমাজের কল্যাণে কাজ করেতে পারে সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।