রাজশাহীর পুঠিয়ায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত

জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর নতুন পাড়া গ্রামে এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গ্রামের মো. গেদার ছেলে সবুজ আলী (২০)।

জানা গেছে, আক্রান্ত ওই যুবক নারায়গঞ্জের এক গার্মেন্টসে কাজ করতেন। কিছু দিন পূর্বে বাড়ি ফিরে অসুস্থ্ হয়ে পড়লে প্রশাসন খবর পেয়ে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত পরীক্ষায় পাঠায়।

আজ রবিবার ফলাফলে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। সাবেক উপজেলা চেয়ারম্যান নন্দনপুর গ্রামের অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা খবরের সত্যতা নিশ্চিত করেন। এর আগে ১২ এপ্রিল পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামে মৃত হায়দার আলীর ছেলে ইউসুফ আলী (৪৫) ও ১৪ এপ্রিল পুঠিয়া ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের শাহীন আলীর স্ত্রী লাবনী আক্তার (২২) করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় তিন জনের করো ভাইরাস শনাক্ত হলো।