করোনা যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সবাইকে ঘরেই অবস্থান করতে হবে – আবু ইবনে রজব

দিনাজপুর প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের প্রভাবের কারণে খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষরা পরিববারের সদস্যদের মুখে দুবেলা দু’মুঠো খাবার তুলে দিতে হিমসিম খাচ্ছে। অর্থনৈতিক সংকটে অসহায় হয়ে পরেছেন তারা। দিনাজপুর শহরের প্রায় সবখানেই দিনমজুরদের কর্মক্ষেত্র বন্ধ রয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) দুপুরে প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধে শহরের বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ এলাকার শতাধিক ঘরবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম আবু জাফর রজব।

বাংলাদেশে করোনা সংক্রম শুরু থেকেই দিনাজপুর শহরের অসহায় দুঃস্থ্ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম আবু জাফর রজব। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

ইমাম আবু জাফর রজব জানান, আমার প্রতিবেশীর পরিবার সুস্থ্য থাকলে আমরাও ভাল থাকবো, প্রত্যেক মানুষ সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবো। দিন দিন করোনার প্রকপ বেড়ে চলেছে, আমরা যদি সচেতন থাকি, আমরা যদি বাসায় অবস্থান করি তবে মহামারী করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কিছু মানুষ খাবার এর জন্য বাহিরে বের হচ্ছে, তাদের ঘর মুখী করতে আমরা জীবনের ঝুকি নিয়েও আমাদের সাধ্য মত সেই সব পরিবারের মাঝে খাদ্য পৌছে দেওয়ার চেষ্টা করে চলেছি।

যারা আমাদের হ্যাল্প লাইনে কল করছে আমরা তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। তবু আপনারা ঘরে থাকেন, করোনা যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরেই অবস্থান করতে হবে।