বগুড়ায় ২য় দফায় অসহায়দের মাঝে খাদ্য- সামগ্রী বিতরণ করলেন তরুণ ব্যবসায়ী আহসান

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের মাটিডালি এ.আর.সি মেটালে শুক্রবার সকালে প্রায় অর্ধশতাধিক শ্রমিক এবং এলাকার সাধারণ দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তরুণ ব্যবসায়ী এ আর আহসান।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন দিনমজুর ও শ্রমিকরা যেন ক্ষুধার্ত না থাকে সেই লক্ষ্যে ২য় দফায় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এ আর আহসানের নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী স্বরুপ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ এবং নগদ অর্থ সহায়তা। সরকারী সকল নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে অবস্থান করার মাধ্যমে উক্ত ভাইরাসের বিস্তার রুখে দেওয়ার আহব্বান জানিয়ে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, প্রতিষ্ঠানের ম্যানেজার আবু হানজালা, নাজমুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঠান্ডু প্রমুখ।